Imperative sentence কাকে বলে, এর গঠন ও উদাহারণ সহ বিস্তারিত
Imperative Sentence কাকে বলে?
"Imperative Sentence" হল কোন sentence বা বাক্যে কোন আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশনা প্রকাশ করে থাকে।
সাধারণত, Imperative Sentence এ কোন Subject বা কর্তা থাকে না, এবং সরাসরি কোন কাজ করা, বা নিষেধ করা বা আদেশ দেওয়ার জন্যেই imperative sentence ব্যবহার করা হয়। যেমন - Do the work. (কাজটি কর) এখানে বাক্যাটিতে সরাসরি কাউকে কাজটি করার জন্য বলা হল।
Imperative Sentence এর গঠন
Imperative Sentence এর গঠন বা স্ট্রাকচার হল "Verb + object" অর্থাৎ Imperative sentence এ কোন subject থাকবে না। সরাসরি Verb দিয়ে বাক্য শুরু হয়।
- মূল (principle) verb দিয়ে শুরু হয়
- কোন subject থাকে না (you উহ্য বা গোপণ থাকে)
- principle verb present form এ বসে।
যখন কেন imperative sentence "verb" দিয়ে শুরু হয়, তখন সেই বাক্যের Subject you থাকে, যা উহ্য থাকে (লিখতে হয়না)।
উদাহারণ সরূপ : "Open the window. (জানালা টি খোল)" এই বাক্যটিকে আরেকভাবে বললে "you should Open the door. (তোমার জানালাটি খোলা উচিত)" এখানে একই অর্থ বহন করে। মূলকথা হল - imperative Sentence যদি মূল verb দিয়ে শুরু হয় সেটির Subject বা কর্তা হিসাবে কাজ করে হল You (2nd Person). যেটি দেওয়ার প্রয়োজন নাই।
Let's/Let যুক্ত Imperative Sentence এর গঠন ও ব্যাখ্যা
যদি কোন imperative sentence এ প্রস্তাব ( Suggested) বা আমন্ত্রণ (invitation) বোঝানো হয় তখন let দিয়ে imperative sentence শুরু হয়।
let যুক্ত Imperative Sentence এর গঠন
Let + Subject এর Possessive Form (him, Us, me) + verb + object. উদাহারণঃ "Let me help you with your bags.", "Let's enjoy this beautiful day."
Imperative Sentence এর ব্যবহার
Imperative sentence-এর ব্যবহার নিম্নরূপ:
নির্দেশ মূলক (Instruction):
- Sit down, please. (বসুন, দয়া করে।)
- Close the door. (দরজাটা বন্ধ করো।)
- Turn off the light. (আলোটা বন্ধ করো।)
আদেশ (Order):
- Do your homework now. (এক্ষুনি তোমার হোমওয়ার্ক করো।)
- Stop talking! (থামো কথা বলা!)
- Get out of here! (এখান থেকে বেরিয়ে যাও!)
অনুরোধ (Request)
- Please, help me. (দয়া করে, আমাকে সাহায্য করো।)
- Can you please pass the salt? (দয়া করে নুনটা এনে দেবে?)
- Would you mind opening the window? (খাঁটি বাতাস লাগছে, জানালাটা খুলে দেবে?)
উপদেশ (Advice)
- Eat your vegetables. (তোমার সবজিগুলো খাও।)
- Don't talk to strangers. (অচেনা লোকদের সাথে কথা বলো না।)
- Be careful crossing the street. (রাস্তার মাঝখানে দিয়ে হাঁটার সময় সাবধান থাকো।)
সতর্কতা (warning)
- Don't touch that! (এটাকে স্পর্শ করো না!)
- Be careful! (সাবধান!)
- Look out! (সাবধান!)
প্রস্তাব ( Suggested)
- Let's go for a walk. (চলো হাঁটতে যাই।)
- Let's have dinner together. (একসাথে ডিনার করি।)
- Let's go see a movie. (চলো সিনেমা দেখতে যাই।)
আমন্ত্রণ (Invitation)
- Let me introduce you to my friend. (আমার বন্ধুকে তোমাকে পরিচয় করিয়ে দিই।)
- Let me help you with that. (আমি তোমাকে সাহায্য করি?)
- Let me know if you need anything. (যদি তোমার কিছু দরকার হয় তাহলে আমাকে জানাও।)