Interrogative Sentence কাকে বলে, কত প্রকার ও কি কি?

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ বা জানার জন্য এই ধরনেরর sentence বা বাক্য ব্যবহার করে থাকি। আজকে আমরা interrogative sentence কাকে বলে ও কত প্রকার ও কি কি তা জানব।

Interrogative Sentence কাকে বলে, কত প্রকার ও কি কি?

Interrogative sentence কাকে বলে?

যে বাক্য দিয়ে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলে। এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।

Interrogative sentence কত প্রকার ও কি কি?

Interrogative sentence প্রধানত চার প্রকার:

  1. WH-question
  2. Yes/No Question
  3. Tag Question
  4. Alternative Question

Wh-question in Interrogative sentence

এই ধরনের প্রশ্নে "who", "what", "when", "where", "why", "whose", "which", "whom" ইত্যাদি interrogative pronoun দিয়ে শুরু হয়।

Example of WH-Question

  • Who is that?
  • What is your name?
  • When did you come?
  • Where do you live?
  • Why are you sad?
  • Whose book is this?
  • Which car do you want?
  • Whom did you see?

Yes/no question - in interrogative sentence

এই ধরনের প্রশ্নের উত্তর "yes" বা "no" দিয়ে দেওয়া যায়।

Examples of Yes/no question

  • Are you going to school?
  • Did you eat lunch?
  • Will you help me?
  • Can you speak English?
  • Do you like ice cream?

Tag question in Interrogative Sentence

Tag question: এই ধরনের প্রশ্নের শেষে "isn't it?", "aren't you?", "aren't they?" ইত্যাদি tag word দিয়ে শেষ হয়।

Examples of tag question

  • You are going to school, aren't you?
  • You ate lunch, didn't you?
  • You will help me, won't you?
  • You can speak English, can't you?
  • You like ice cream, don't you?

Alternative question in interrogative sentence

এই ধরনের প্রশ্নে দুটি বা ততোধিক বিকল্প দিয়ে জিজ্ঞাসা করা হয়।

Example Alternative question

  • Do you want to go to the park or to the zoo?
  • Are you going to eat pizza or pasta?
  • Will you go to the movies or to the concert?

Interrogative Sentence এর উদ্দেশ্যে বা প্রয়োজনীয়তা:

Interrogative sentences বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন:

  • তথ্য সংগ্রহ করা
  • নির্দেশনা দেওয়া
  • অনুরোধ করা
  • অনুমতি চাওয়া
  • মতামত জানাতে
  • প্রতিক্রিয়া জানাতে

তথ্য সংগ্রহ করা:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি। যেমন, "What is your name?" বা "Where do you live?" এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা অন্যের নাম বা ঠিকানা জানতে পারি।

নির্দেশনা দেওয়া:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদেরকে নির্দেশনা দিতে পারি। যেমন, "Can you help me?" বা "Will you please open the door?" এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অন্যদেরকে সাহায্য করতে বা দরজা খুলতে অনুরোধ করতে পারি।

অনুরোধ করা:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদেরকে অনুরোধ করতে পারি। যেমন, "Would you like to come with me?" বা "Can you lend me your pen?" এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অন্যদেরকে আমাদের সাথে আসতে বা পেন ধার দিতে অনুরোধ করতে পারি।

অনুমতি চাওয়া:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদের কাছ থেকে অনুমতি চাইতে পারি। যেমন, "Can I go to the bathroom?" বা "May I use your phone?" এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অন্যদের কাছ থেকে বাথরুম বা ফোন ব্যবহারের অনুমতি চাইতে পারি।

মতামত জানাতে:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদের কাছে আমাদের মতামত জানাতে পারি। যেমন, "Do you think it's going to rain today?" বা "Do you like this movie?" এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অন্যদের কাছে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে ধারণা বা চলচ্চিত্রটি সম্পর্কে আমাদের মতামত জানাতে পারি।

প্রতিক্রিয়া জানাতে:

Interrogative sentence ব্যবহার করে আমরা অন্যদের প্রতিক্রিয়া জানাতে পারি। যেমন, "Isn't it beautiful?" বা "Wasn't that a great game?" এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অন্যদের সাথে আমাদের সহমত বা অসম্মতি প্রকাশ করতে পারি।

Interrogative sentences-এর সঠিক ব্যবহারে আমরা আমাদের যোগাযোগকে আরও কার্যকর করে তুলতে পারি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url