Singular Verb চেনার উপায় সমূহ - Nagarik Seba BD

একটি Sentence এর Verb যখন একজন ব্যক্তি বা একটি জিনিস বা বস্তুকে প্রকাশ করে তখন থাকে, Singular Verb বলে। আজকে আমরা Singular Verb ও Plural Verb চেনার উপায় সম্পর্কে জানব।


Singular Verb চেনার উপায় সমূহ

Singular Verb এর ব্যাখ্যা

একটি বাক্যের Subject এর Person ও Number উপর ভিত্তি করে যে Verb Singular বা Plural বসে।

S/es যুক্ত থাকলে verb singular হয়

সাধারণত কোন verb এর সথে s/es যুক্ত থাকলে সেটি singular হয়৷

s/es যুক্ত Singular Verb সমূহ

Plural Form Singular Form
Do Does
Go Goes
Want Wants
Play Plays
Speed Speeds
laugh laughs
Tell Tells
Say Says
Sing Sings

Singular Verb এ কখন ies যুক্ত হয়?

যদি কোন verb এর শেষ বর্ণ Y থাকে, এবং Y এর আগের বর্ণ consonant হয় তখন singular Verb এ Y এর পরিবর্তে ies যোগ হয়৷

যেমনঃ study verb এর singular Verb হয় Studies. আবার play এর singular verb এর ক্ষেত্রে plaies না হয়ে plays হবে কারণ Y এর আগের বর্ণ a যটি একটি vawal. তাই ies যোগ হবেনা।

কোন verb এর শেষে ies যুক্ত থাকলে সেটি singular Verb

ies যুক্ত Single verb এর কিছু উদাহারন

Plural Form Singular Form
Try Tries
Cry Cries
Reply Replies
Deny Denies
Apply Applies

Single Verb চেনার সবচেয়ে সহজ উপায়

সকল single verb এর সাথে s/es/ies যুক্ত থাকবে। যদি কোন verb এর সাথে s/es/ies যুক্ত থাকে তাহলে এটি single verb হবে৷

একটি sentence এ কখন Single verb হবে আবার কখন plural Verb হবে তা জেনে নিন Subject Verb Agreement এর নিয়ম সমূহ জেনে নিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url