So that/that/in order that এর নিয়ম, ব্যবহার ও structure (গঠন)
So that/that/in order that এই তিনটি Subordinate conjunctions গুলোর অর্থ হল "যাতে"। আজকে আমরা এই conjunctions গুলোর ব্যবহার, নিয়ম ও structure (গঠন) সম্পর্কে জানব।
so that/that/in order that (যাতে) এর structure (গঠন)
সাধারণত, So that/That/In order that যুক্ত sentence এ দুটি clause থাকে। তার একটি হল subordinate clause (Dependent Clause) আর আরেকটি হল Principle Clause। যে বাক্য so that/that/in order that যুক্ত থাকে সেটি subordinate clause।
Structure 1: Present Tense + that/so that/in order that + subject +can/will/may + V1 + obj/ext.
so that/that/in Order that এর পূর্বের (আগের) clause টি যদি present simple পরের clause টি auxiliary verb "Can/will/may" ও verb present form এ ব্যবহৃত হবে।
Example : so that/that/in order that Rules
- In order that I can get good grades in school, I need to study hard.
- I am saving up money so that I can buy a new car.
- I am exercising regularly so that I can stay healthy.
- I am eating healthy foods so that I can feel my best.
- I am working hard so that I can provide for my family.
Structure 2: Past Tense→ that/so that/in order that → subject + could/would/might + V1 + obj/ext.
আর যদি so that/that/in order that এর পূর্বের clause টি Past tense এ হল, পরের caluse টিতে auxiliary verb "would/could/might" ও এর পর Verb Present Form হবে।
Example : So that/that/in order that
- I studied hard so that I could get good grades in school.
- I saved up money so that I could buy a new car.
- I exercised regularly so that I could stay healthy.
- I ate healthy foods so that I could feel my best.
- I worked hard so that I could provide for my family.
So that/that/in order that এর ব্যবহার ও পার্থক্য
যদি এই তিনটি শব্দের অর্থ একই হলেও, এদের ব্যবহার এর কিছুটা ভিন্নতা দেখা যায়।
So That
so that হল এই তিনটি শব্দের মধ্যে সবচেয়ে সাধারণ ও informal. এই শব্দটি spoken ও English Writing উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Exam : So that i can get good result, i need to study hard.
that
that হল so that এর চেয়ে বেশি formal আর in order that এর চেয়ে informal.
Example : I need to study hard that i can get good result.
in order that
in order that হলো তিনটি conjunction-এর মধ্যে সবচেয়ে formal এবং academic writing এবং অন্যান্য formal context-এ ব্যবহৃত হয়।
Example : In order that i can get good result, i need to study hard.