Subject Verb Agreement (Rules) এর সকল নিয়ম ও ব্যবহার
একটি বাক্যে বা Sentence এর Verb ও Subject এর Number ও person অনুযায়ী যে সমতা করা হয়, তাকেই Subject-Verb Agreement বলে।
Subject Verb Agreement এর ব্যাখ্যা
উদাহারণ সরূপঃ The cats jumps on the table.
উপরের sentence টিতে, Subject হল
The Cat
যেটি একটি Singular এবং
Jumps হল
Verb. যেটিও একটি Singular.
উল্লেখিত উদাহারণের Verb - Jump হল Plural আর Singular হল Jumps. যেখানে, বাক্যটিতে Jumps ব্যবহার না করে Jump ব্যবহার করলে ভুল হবে।
Subject Verb Agreement rules in bangla (নিয়ম সমূহ)
Rule 1: Subject-Verb Agreement.
Subject Verb Agreement এ যদি subject 1st person অথবা 2nd Person হলে তখন subject singular বা plural হলেও, ঐ বাক্যের Verb plural এ হয়।
উদাহারনঃ I read a lot of books.
(বাক্যটিতে Subject "I" একটি
singular হওয়া স্বত্বেও verb Singular "reads"
হবে না।
Plural "read" হবে। কারণ "I" হল 1st Person)
Rule 2: Subject Verb Agreement
Subject Verb Agreement এ যদি subject 3rd person হলে তখন subject singular হলে verb singular আর subject plural হলে Verb plural হবে।
উদাহারনঃ The teacher tells interesting
stories to the students.
(বাক্যটিতে Subject "The Teacher" একটি
singular তাই এর verb Singular "tells"
হবে।
Plural "tell" হবেনা।)
Rule 3: Subject Verb Agreement.
কোন sentence এ যদি Subject ও Verb যদি Prepositional Phrase দ্বারা পৃথক থাকে, তখন এই Prepositional Phrase এর উপর কোন প্রভাব পরবেনা।
উদাহারনঃ
The group of friends Plans a trip to the Beach.
(বাক্যটিতে Subject "The group" একটি
singular তাই এর verb Singular "Plans"
হবে। এখানে prepositional Phrase "of friends"
টি Verb এর উপর কোন প্রভাব পড়বে না।
)
উদাহারনঃ
The People of Boalkhali were shocked at the Death of Minister Muslim Uddin.
(বাক্যটিতে Subject "The people" একটি
plural তাই এর verb ও plural "were"
হবে। এখানে prepositional Phrase "of Boalkhali"
টি Verb এর উপর কোন প্রভাব পড়বে না।
)
Rule 4: Subject Verb Agreement.
নিচের দেওয়া চার ধরণের expression বা phrase গুলো subject ও verb এর মাঝখানে থাকে সেগুলোরও verb এর উপর কোন প্রভাব পরবে না। অর্থাৎ subject যদি singular হয় verb singular আর verb plural হলে verb plural হবে। সেগুলো হল
- together with
- along with
- Accompanied by
- As wel As
উদাহারনঃ
The Actress along with her Manager and some friends
is going to a party tonight.
(বাক্যটিতে Subject "The actress" একটি
singular তাই এর verb ও singular "is"
হবে। এখানে Phrase "along with এর পরে noun বা pronoun singular
নাকি plural তা দেখার প্রয়োজন নাই।"
)
Rule 5: Subject Verb Agreement
যদি দুটি subject conjunction and দ্বারা যুক্ত হয় তখন সেই subject টি plural হয়ে যায়। তখন এর verb ও plural দিতে হয়।
উদাহারনঃ
Rahim and His Friend are going to Market.
(বাক্যটিতে Subject "Rahim And his Friend" একটি
plural কারণ এখানে একের অধিক বোঝায়। তাই এর verb ও plural "are"
হবে।)