রেওয়ামিলের ডেবিট ক্রেডিট তালিকা দেখুন

রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হল লেনদেনের শুদ্ধতা যাচাই করা। রেওয়ামিল তৈরির মাধ্যমে হিসাবের ডেবিট ক্রেডিট পরিমাণ যাচাই করা হয়। আজকে আমরা কোন কোন হিসাব রেওয়ামিলের ডেবিট ক্রেডিট তালিকায় বসবে ও বিস্তাররিত সকল কিছু জানব।

রেওয়ামিলের ডেবিট ক্রেডিট তালিকা দেখুন

আমরা জানি হিসাববিজ্ঞানের প্রতিটি হিসাব - সম্পদ, দায়, মালিকানা স্বত্ব (আয়, ব্যয়, উত্তোলন,মূলধন) - এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ব্যবসায়ে যত ধরনের লেনদেন হোক না কেন এই সব উপাদানের মধ্যেই থাকবে।

তাই রেওয়ামিলে কোন উপাদান কোন দিকে বসবে তা জেনে থাকলে রেওয়ামিলে সহজে ভুল হবেনা। এই সব উপাদান রেওয়ামিলে কোন দিকে বসবে তার তালিকা নিচে দেওয়া হল।

উপাদান ডেবিট/ক্রেডিট
সকল ধরণের স্থায়ী, চলতি সম্পদ রেওয়ামিলে ডেবিট দিকে বসে। ডেবিট
ব্যবসায়ের সকল খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসে ডেবিট
সকল ধরণের ঋণ রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। ক্রেডিট
সকল পাওনাদার ও স্বল্প মেয়াদি দায় রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। ক্রেডিট
ব্যবসায়ের সকল আয় সমূহ রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। ক্রেডিট
পণ্য বা নগদ বা ব্যাংক হতে সকল মালিকের ব্যাক্তিগত প্রয়োজনে উত্তোলন রেওয়ামিলে ডেবিট দিকে বসে ডেবিট
মালিক বা অংশিদার কর্তৃক ব্যবসায়ে আনিত মূলধন রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। ক্রেডিট

সম্ভাব্য সকল লেনদেনের রেওয়ামিলে ডেবিট ক্রেডিট তালিকা নিচে দেওয়া হল।

বিবরণ ডেবিট ক্রেডিট
যন্ত্রপাতি / দালানকোটা / আসবাবপত্র / বিনিয়োগ ডেবিট
হাতে নগদ / নগদ তহবিল / নগদ উদ্বৃত্ত / নগদ জের ডেবিট
ব্যাংক জমা / ব্যাংক তহবিল / ব্যাংক উদ্বৃত্ত ডেবিট
দেনাদার / প্রাপ্য হিসাব / প্রাপ্য নোট / প্রাপ্য বিল ডেবিট
অগ্রিম বেতন / অগ্রিম ভাড়া / অগ্রিম বিজ্ঞাপন / অগ্রিম বীমা / অগ্রিম শিক্ষানবিশ ভাতা ডেবিট
বিনিয়োগের প্রাপ্য সুদ / বিনিয়োগের অনাদায়ী সুদ / প্রাপ্য কমিশন / প্রাপ্য সুদ ডেবিট
প্রাপ্য আয় / প্রাপ্য বিমা দাবি / প্রাপ্য উপভাড়া ডেবিট
বিলম্বিত বিজ্ঞাপন / বকেয়া শিক্ষানবিশ সেলামি ডেবিট
প্রদত্ত ঋণ / ঋণের প্রাপ্য সুদ / ঋণে অনাদায়ী সুদ ডেবিট
পাওনাদার হিসাব / প্রদেয় নোট / ব্যাংক জমাতিরিক্ত ঋণ ক্রেডিট
বিক্রয় / প্রাপ্ত সুদ / প্রাপ্ত বাট্টা / উপভাড়া / বিনিয়োগের সুদ / ব্যাংক জমার সুদ ক্রেডিট
অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট
কুঋণ সঞ্চিতি / দেনাদার বাট্টা সঞ্চিতি / সাধারণ সঞ্চিতি ক্রেডিট
ক্রয় ফেরত ক্রেডিট
মূলধন ক্রেডিট
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url