As if এর ব্যবহার, নিয়ম ও structure (গঠন)

as if এর বাংলা অর্থ হল "যেন"। As if হলো একটি subordinating conjunction যা hypothetical situations বা unreality বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, as if ব্যবহার করে আমরা এমন কিছু বর্ণনা করতে পারি যা বাস্তব নয় বা যা ঘটবে না।

আজকে আমরা জানব as if এর নিয়ম, structure(গঠন) ও ব্যবহার সম্পর্কে জানব।

As if এর ব্যবহার, নিয়ম ও structure (গঠন)

As if এর নিয়ম ও structure (গঠন)

As if সাধারণত দুটি clause দ্বারা যুক্ত থাকে, যার একটু subordinate clause যেটির সাথে as if যুক্ত থাকে।

Structure 1 : as if rules

present/past tense + as if + past tense

অর্থাৎ as if যুক্ত subordinate clause টিতে যদি present tense বা past হলে, পরের clause টি past tense এ হবে।

Examples of as if

  • He ran as if he were being chased. (সে এমনভাবে দৌড়ে গেল যেন তাকে তাড়া করা হচ্ছে।) তাকে কেউ তাড়া করতেছে না এরপর ও সে দ্রুত দৌড়ে।
  • She spoke as if she knew everything. (সে এমনভাবে কথা বলতেছে যেন সে সব জানে। ) সে সব জানে না কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সে অনেক জানে।
  • The house looked as if it had been abandoned. (বাড়িটা দেখে মনে হল যেন পরিত্যক্ত হয়ে গেছে।) বাড়িটি পরিত্যক্ত হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে।

এখানে প্রত্যেকটি বাক্য অবাস্তব (unreal) বা ঘটার সম্ভবনা নাই সেই পরিস্থিতি বর্ণনা করা হয়েছে।

N.B. of As if Rules

যদিও as if hypothetical situations বা unreality (অবাস্তব) বোঝায়, কিন্তু as if বাক্যগুলো একটু লক্ষ্য করলে দেখা যায়। দুটি clause এর মধ্যে একটি বাস্তব (real) হয় বা হয়েছিল, অপরটি অবাস্তব। "He run as if he were being chased." বাক্যটিতে সে দৌড়ে সেটি বাস্তব কিন্তু অপর clause টি (তাকে কেউ তাড়া করছে) অবাস্তব বা ঘটিনি, ঘটার সম্ভবনা ও নাই। তাকে কেউ তারা করেও নাই, করার সম্ভাবনা ও নাই।

তাই ঐ অবাস্তব/unreal clause টিতে কখনো principle verb, auxiliary verb "was" বসবে না। was এর পরিবর্তে were বসবে।

Example : The child looked as if he were lost and scared.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url