Either or neither nor এর ব্যবহার ও নিয়ম -- English Grammar
either or এর মাধ্যমে একটি sentence দুটি বস্তুু মধ্যে একটি বা দুজন এর মধ্যে একজন বোঝানোর জন্য ব্যবহার করা হয়৷
আর neither nor ব্যবহার করা হয় দুটি বস্তু মধ্যে বা দুজন এর কোনটিই নয় বোঝানোর জন্য neither nor ব্যবহার করা হয়৷
Either or, Neither nor এর ব্যবহার
- Neither Jon nor his friends are going to beach.
জন বা তার বন্ধুরা কেউই সৈকতে যাচ্ছে না।
এখানে neither...nor ব্যবহারে jon এবং তার বন্ধুদের থেকে কেউ যাচছে না বোঝায়। -
Either Jon nor Sarah is going to beach.
হয়ত জন অথবা সারাহ সৈকতে যাচ্ছে।
এখানে either...or ব্যবহার করায়, দুইজন থেকে যেকোন একজন সৈকতে যাবে।
Rule 1: Either or neither nor এর নিয়ম
নিচে দেওয়া Either or ও neither nor এর নিয়ম এর মাধ্যমে খুব সহজেই Completing Sentence করা যায়৷
{ Either
Neither } |
+ noun + |
{ Or
Nor } |
+ noun + verb |
Rule 1: either...or neither...nor rules এর ব্যাখ্যা
either...or, neither...nor এর পরে একটি বাক্য or, nor এর পরে যে noun ও verb থাকবে সেগুলো Subject Verb Agreement এর নিয়ম অনুসারে বসবে। অর্থাৎ noun টি singular হলে verb singular হবে। noun plural হলে verb plural হবে।
- Neither the red dress nor the blue dress suits me.
লাল পোষাক বা নীল পোষাক কোনটাই আমাকে মানায় না।
Subject Verb agreement এর নিয়ম জেনে নিন
Rule 2: Either or neither nor
{ Either
Neither } |
+ | Subject | + | verb | + | object | + |
{ Or
Nor } |
+ Subject + verb + object |
Rule 2 এর ব্যাখ্যা ও উদাহরণ : either...or, neither...nor
either...or, neither...nor যদি দুটি Sentence দ্বারা যুক্ত হয় হলে তখন sentence দুটির tense একই হতে হবে। অর্থাৎ ১ম sentence যদি past tense এ হয় ২য় sentence ও past tense এ হবে।
উদাহারণঃ
Either we go to the movies tonight, or we stay home and watch Netflix.
এখানে, either এর পরে "we go to the movies to night" একটি
sentence আবার or এর পরে "we stay home and watch Netflix."
আরেকটি sentence রয়েছে।
তাই উভয় sentence এর tense একই হবে। এখানে
১ম বাক্যে present tense এ, তাই ২য় sentence ও
present tense এ হবে।
Either...or, Neither...nor এর উদাহারণ ও ব্যবহার
- Neither the red dress nor the blue dress suits me.
লাল পোষাক বা নীল পোষাক কোনটাই আমাকে মানায় না।
- either we go to cox's bazar Beach or
we go to Bandorban.
হইত আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব অথবা বান্দরবন যাব।
-
Neither John nor Joni likes seafood.
জন বা জনি কেউই সামুদ্রিক খাবার পছন্দ করেন না। - Neither the cat nor
the dog is allowed on the couch.
পালঙ্কে বিড়াল বা কুকুরেরও অনুমতি নেই। - Either you or
I drive the car.
হয় তুমি বা আমি গাড়ি চালাতে পারি। -
Either by bus or
by train we go to college.
হয় বাসে করে অথবা ট্রেনে করে আমরা কলেজে যায়।