compound noun কাকে বলে কত প্রকার ও উদাহারণ

দুই বা ততোধিক অর্থবোধক শব্দ মিলে কোন noun গঠিত হলে, তাকেই compound noun বলে।

অর্থাৎ দুটি বা তার চেয়ে বেশি অর্থবোধক শব্দ মিলে যদি নতুন অর্থবোধক noun তৈরি হয়, তাকেই compound noun বলা হয়৷
যেমন - Blackboard
একটি noun. এই noun টি দুটি শব্দ Black ও board যুক্ত হয়ে "blackboard" noun টি গঠিত হয়েছে। তাই এটি compound noun.

Compound Noun কত প্রকার

Compound noun সাধারণত ৫ প্রকার হয়ে থাকে। অর্থাৎ ৫ ভাবে compounds noun গঠিত করা হয়৷ সেগুলো হল-

Noun + Noun যুক্ত হয়ে Compound Noun

যে দুটি শব্দ যুক্ত হয়ে noun তৈরি করে, সেই শব্দ দুটি Noun হয়ে নতুন আরেকটি Noun তৈরি করে থাকে।

উদাহারণ

  • Blackboard
  • Aorplane, Snowman
  • Toolbox, Zipper Bag
  • Stepler, Mailbox
  • Headlap

Adjective + Noun যুক্ত হয়ে Compound Noun

Adjective এর সাথে noun যুক্ত হয়ে নতুন কোন noun তৈরি করে থাকে। যেমন :

  • Wooden Chair, Glass window
  • plastic cup, metal spoon
  • Cotton Shirt, leather Jacket
  • Brown Bear, Blue sky
  • Red Apple, Green Grass

Noun + Verb যুক্ত হয়ে Compound Noun

noun এর সাথে verb যুক্ত হয়ে নতুন noun তৈরি করে থাকে। যেমন :

  • Sunrise, Sunset
  • footprint, fingerprint
  • doorway, foreman
  • girlfriend, hairbrush

Adjective + Verb যুক্ত হয়ে Compound Noun

একটি Adjective এর সাথে verb যুক্ত হয়ে, নতুন কোন noun তৈরি থাকে, যেমব :

  • Bright-eyed, Fast-food
  • well-dressed, loud-talking
  • Slow-moving, big-headed
  • long-lasting, high-rise

Noun + Preposition + Noun যুক্ত হয়ে Compound Noun

একটি noun এর পরে preposition বসে এর পর আবার আরেকটি preposition বসে noun তৈরি করে থাকে। যেমন :

  • son-in-law
  • brother-in-law
  • sister-in-law
  • aunt-in-law
  • uncle-in-law
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url