মালিকানা স্বত্ব নির্ণয়ের সূত্র

মালিকানা স্বত্ব হল ব্যবসায়ে মালিক যে পরিমাণ টাকা ও সম্পদ ব্যবসায়ে দাবি করতে পারে কিংবা মালিক হয় তাকে মালিকানা স্বত্ব বলে। আজকে আমরা মালিকানা সূত্র নির্ণয়ের সূত্র সম্পর্কে জানব।

 আরো সহজ ভাবে বললে, ব্যবসায়ে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যে টাকা অবশিষ্ট থাকবে সেটি মালিক কর্তৃকপক্ষ দাবি করতে পারবে অর্থাৎ সেটিই মালিকানা স্বত্ব।  আবার যদি ব্যবসায়ের মোট আয় এর সাথে মূলধন যোগ করে মোট ব্যয় ব্যয় বও উত্তোলন বিয়োগ করলে যেটি অবশিষ্ট থাকবে সেটিই মালিকানা স্বত্ব।

মালিকানা স্বত্ব নির্ণয়ের সূত্র

মালিকানা স্বত্ব কাকে বলে এর ব্যাখ্যা

উপরের ব্যাখ্যায় মালিকানা স্বত্ব কিভাবে বের হয় তা দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই সেটা না ও বুঝতে পারেন, এখন আমরা সেটা বিস্তারিত জানব। আমরা যদি হিসাব সমীকরণ এর দিকে একটু লক্ষ্য করি তাহলে খুব সহজে বুঝতে পারব।
সমীকরণ টি হল : A ((সম্পদ) = L (দায়) + OE (মালিকানা স্বত্ব)

এখন যদি আমাদের মালিকানা স্বত্ব যদি রেব করতে বলে ও মোট সম্পদ ও দায় দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই এই সমীকরণের নিয়ম অনুযায়ী মালিকানা স্বত্ব বের করতে পারব। তখন সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা মালিকানা স্বত্ব পেয়ে যাব।

মালিকানা স্বত্ব নির্ণয়ের সূত্র

মালিকানা স্বত্ব নির্ণয়ের সূত্র একটি সূত্র হল, মালিকানা স্বত্ব (OE) = সম্পদ (A) - দায় (L)
উল্লেখ এই সূত্রের মাধ্যমে শুধুমাত্র তখনই মালিকানা স্বত্ব বের করা হয় যখন, ব্যবসায়ে মোট সম্পদ ও দায় দেওয়া থাকে।

মালিকানা স্বত্ব নির্ণয়য়ের সূত্র

আমরা আগেই জেনেছি যে, মালিকানা স্বত্ব বা (OE) = মূলধন + আয় - ব্যয় - উত্তোলন

অর্থাৎ মালিকানা সূত্রের সূত্র হল এটি : মূলধন + আয় - ব্যয় - উত্তোলন
মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য ব্যবসায়ের মালিক কর্তৃক আনিত মূলধনের সাথে মোট আয় যোগ করতে হবে ও সেখান থেকে মোট ব্যয় ও উত্তোলন বাদ দিলে যেটি থাকবে সেটিই মালিকানা স্বত্ব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url