Possessive Pronoun কাকে বলে, ব্যবহার ও উদাহারণ

Possessive Pronoun কাকে বলে, ব্যবহার ও উদাহারণ

Possessive Pronoun কাকে বলে?

কোন ব্যক্তি বা বস্তুর মালিকানা প্রকাশের জন্য যে Pronoun গুলো ব্যবহার করা হয়, তাকেই Possessive pronoun বলে।

এই possessive pronoun দ্বারা কোন noun, pronoun, বা adjective এর মালিকানা বোঝানোর জন্যই এই possessive pronoun ব্যবহার করতে হয়।

Possessive pronoun উদাহরণ সহ ব্যাখ্যা

উদাহারণ সরূপ : my car, our car, their car, your car, his car, her car, rohim's car, এখানে প্রত্যেকটি শব্দ (ny, our, their, your, his, her, rohim's) গুলো possessive pronoun এবং প্রত্যেকটি noun (car) এর মালিকানা বোঝাচ্ছে। অর্থাৎ গারিটি কার সেটা ঐ possessive pronoun এর মাধ্যমে বোঝা যাচ্ছে।

এছাড়াও কোন noun যদি অন্য কোন noun বা adjective এর মালিকানা বোঝায় তখন ঐ noun এর শেষে 's বা s' যুক্ত করে ঐ noun কে Possessive Pronoun করতে হবে৷

উদাহারণ :

  • The pen is Rahim's Pen
  • They are waiting at Jabed's house.
  • John's car is running fast.

উপরের বাক্যগুলোতে Rahim's pen, Jabed's house, John's car প্রত্যেকটি noun (Rahim, Jabed, John) এর মালিকানা বোঝানো বোঝানোর জন্যই 's যুক্ত করে possessive pronoun করা হয়েছে।

Possessive pronoun এর প্রকারভেদ

Possessive pronoun ব্যবহারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়।

  • Singular Possessive Pronoun
  • Plural Possessive Pronoun

Singular Possessive pronoun এর ব্যবহার

Singular Possessive Pronoun গুলো হলো My, Your, His, Her, Its.

এগুলো ছাড়াও যদি কোন singular noun এর মালিকানা বোঝানোর জন্য possessive pronoun করা হয় তখন 's যুক্ত হয়।
যেমন : Alexa's horse have won the race.

Examples :

  • I can't find my Bag.
  • I'm going to friend's house.
  • His friend will come to my house.

Plural Possessive pronoun এর ব্যবহার

Plural Possessive Pronoun হল যেগুলো একের অধিক হয়ে থাকে। যেমন : Our, Their, Your.

Plural Noun কে possessive Pronoun এ s' হবে। যেমব : Parents', Friends' যদি irregular plural noun (Men, Women, People, Children ইত্যাদি) থাকে, তখন s' না হয়ে 's হবে। যেমন : Children's, Men's

উদাহারণ

  • I sleep in my friends' room.
  • The goods is children's toy.
  • Women's dress of this shop is expensive.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url