ক্রয় ফেরত বা বহি ফেরত জাবেদা ও বহি ফেরত কি তা জানুন
বহি ফেরত বা ক্রয় ফেরত জাবেদা কি
বহি ফেরত বা ক্রয় ফেরত হল প্রতিষ্ঠান বা ব্যবসায়ে বিক্রি করার উদ্যেশ্যে কোন পণ্য ক্রয় করে তা যদি বিক্রেতার নিকট ফেরত পাঠানো হয়, তাকেই বহি ফেরত বলে।
ব্যবসায়ে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত প্রদান করলে ব্যবসায়ে উপাদানের উপর প্রভাব পড়ে তাই সেটি লেনদেন ও এর জাবেদা প্রদান করতে হবে।
ক্রয় ফেরত বা বহি ফেরত জাবেদা
ক্রয় ফেরত বা বহি ফেরত জাবেদা হল ক্রয়ের জন্য যে জাবেদা প্রদান করা হয় তা সমন্বয় করার জন্য ক্রয় ফেরতের জাবেদা প্রদান করা হয়। এবং সেটি ক্রয় এর বীপরিত জাবেদা দাখিলা প্রদান করতে হবে। অর্থাৎ পন্য ক্রয় করে আমরা জাবেদা দাখিলা প্রদান করি থাকি হল :
ক্রয় হিসাব -- ডেবিট
নগদান হিসাব / ব্যংক হিসাব / পাওনাদার হিসাব --- ক্রেডিট
আবার যদি পণ্যে ফেরত পাঠানো হয়, তখন সেটির জাবেদা দাখিলা দিতে হবে।
পাওনাদার হিসাব --- ডেবিট
ক্রয় হিসাব -- ক্রেডিট
১. রহিম এন্টারপ্রাইজ এর থেকে ক্রয়কৃত পণ্যের ৫০০০ টকার পণ্য ফেরত পাঠানো হল।
তারিখ | বিবরণ | খঃ পৃঃ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|---|
১. |
রহিম হিসাব -- ডেবিট
ক্রয় হিসাব -- ক্রেডিট |
৫,০০০ | ৫,০০০ |
ক্রয় ফেরত বা বহি ফেরত জাবেদা ব্যাখ্যা
আমরা ব্যবসায়ে পণ্য ক্রয় করি তখন সেটির জাবেদা দাখিলা দিয়ে থাকি ক্রয় হিসাব ডেবিট ও নগদান হিসাব/ব্যাংক হিসাব/পাওনাদার হিসাব - ক্রেডিট
এখন যদি পণ্য ফেরত পাঠানো হয় তখন ক্রয়ের পণ্যে কমে গেছে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ কমাতে হবে। যার কারণে ক্রয় করার সময় ক্রয় ক্রেডিট হলে ফেরতের সময় ডেবিট করে সমন্বয় করতে হবে। একই ভাবে পাওনাদার হিসাবকে ক্রেডিট এর জায়গায় ডেবিট করতে হবে।