Used to, Get used to, be used to এর ব্যবহার ও গঠন
Used to কখন ব্যবহার করা হয়?
যদি কোন ঘটনা বা অভ্যাস বা স্বভাব আগে (অতিতে) ছিল বা করত কিন্তু এখন (বর্তমানে) নাই বা করেনা তখনই used to ব্যবহার করতে হবে।
বিষয়টি আরো সহজ ভাবে বললে, ধরুন আপনি আগে গ্রামে বাস করতেন, কিন্তু এখন করেননা। এই বাক্যটি ইংরেজিতে বলার জন্য আপনাকে used to ব্যবহার করতে হবে। বাক্যটি হবে : "I used to live in a village."
Used to এর গঠন (structure)
used to সাধারণত auxilary verb হিসাবে ব্যবহার করা হয়। তাই used to এর পর verb base form এ বসে। used to এর verb এর অন্য কোন form বসবে না।
Sub + used to + verb (base form) + Extenstion
used to এর ব্যবহার
used to এর ব্যবহার সাধারণত ২ ভাবে করা হয়।
-
অতীতের অভ্যাস বোঝানোর জন্য
- I used to smoke cigarettes. (আমি একসময় সিগারেট খেতাম।)
- She used to live in Dhaka. (সে একসময় ঢাকায় থাকত।)
-
অতীতের অবস্থা বা নিয়ম বোঝানোর জন্য
- I used to be a land phone. (একসময় আমি টেলিফোন ব্যবহার করতাম।)
- I used to be very shy. (আমি একসময় খুব লাজুক ছিলাম।)
Used to এর কয়েকটিি উদাহরণ
- I used to play cricket every day when I was a child.
- She used to be a doctor, but now she's a teacher.
- The weather used to be much colder in the winter, but it's not like that anymore.
অতিতের কোন অভ্যাস পরিবর্তন করতে কোন used to এর সাথে not যুক্ত করা হয়।
- I used to smoke, but I don't anymore. (আমি আগে সিগারেট খেতাম, কিন্তু এখন খাই না।)
- She used to be very shy, but she's not like that anymore. (সে আগে খুব লাজুক ছিল, কিন্তু এখন আর তা নেই।)
get used to এর ব্যবহার
যদিও used to সাধারণত auxilary verb হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু ্ get used to থাকলে সেটি একটি idiom হিসাবে ব্যবহার করা হয়। যার অর্থ হল অভ্যস্ত হওয়া বা অভ্যাস করা বোঝাতে ব্যবহার করা হয়।
get used to এর গঠন বা structure
get used to main verb হিসাবে ব্যবহৃত হলে subject verb agrrement এর নিয়ম অনুসারে বসবে। আর যদি infinite verb হিসাবে ব্যবহৃত হলে তখন get এর আগে to বসবে।
get used to এর উদাহারণ
- They are getting used to the deferrent way of resolving the problem.
- I'm getting used to the early morning.
- I'm getting used to living chittagong.
be used to এর ব্যবহার
be used to ও get used to এর মত একই অর্থে (অভ্যাস হওয়া বা অভ্যস্ত) ব্যবহার করা হয়। এখানে be verb বলতে am/is/are/was/were কে বোঝানো হয়েছে।
Be used to এর গঠন (structure)
sub + be (am/is/are/was/were) + used to + object
Example
I'm getting used to computer.