Should এবং Would এর ব্যবহার ও বিস্তারিত

Should এবং Would এর ব্যবহার ও বিস্তারিত

Should এবং would হল দুটি model auxiliary verb এই দুটি model auxiliary verb এর ব্যবহার ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। Should এবং would এর ব্যবহার একই হলেও, এদের কিছুটা পার্থক্য রয়েছে৷

আজকে এই পোস্টে should এবং would এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে।

Should এর ব্যবহার

Should যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হল

  • উপদেশ বা পরামর্শ (Advice)
  • কর্তব্য বা দায়িত্ব (Responsibility)
  • প্রত্যাশা (Expectation)
  • সুপারিশ (Recommendation)
  • অনুরোধ (Request)

কোন উপদেশ কিংবা পরামর্শ দেওয়ার জন্য, অথবা এমন কাজ যেটিতে জোর প্রযোগ বেশি করা হয়, তখন should ব্যবহার করা হয়।

উদাহারণঃ I should study hard for exam. (আমার পরিক্ষার জন্য কঠোর অধ্যয়ন করা উচিত।)

উপরের বাক্যটি যদি খেয়াল করেন, বাক্যটিতে বেশি জোর দেওয়া বা গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। যদি বাক্যটিতে should এর পরিবর্তে would ব্যবহার করা হয়। "you would study hard for exam." তখন আগের sentence এর থেকে কম গুরুত্বপূর্ণ ও কম জোর প্রকাশ করবে।

Examples :

  • You should drink more water.
  • I should have studied more for the exam.
  • We should go to the beach this weekend.
  • He should have been more careful.
  • She should not have lied to me.

আর কোন উপদেশ বা পরামর্শের would ব্যবহার করা যায়না, মডেল auxiliary verb (Should) অবশ্যই ব্যবহার করতে হবে।

Would এর ব্যবহার

would model auxiliary verb টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কোন সম্ভাবনা, কল্পনা বা অনিশ্চয়তা জন্য। তবে এছাড়াও would "should" এর মত অনুরোধ, প্রস্তাব এর ক্ষেত্রে ও would ব্যবহার করা হয়, তবে তখন কম গুরুত্বপূর্ণ বোঝানো হয়।

Examples :

  • কল্পনা বা সম্ভাবনা: I would go to the beach if I had time. (আমার যদি সময় থাকত, আমি সমুদ্র সৈকতে যেতাম।)
  • অনিশ্চয়তা: I would like to go to the concert, but I'm not sure if I can. (আমি কনসার্টে যেতে চাই, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি পারব কিনা।)
  • প্রস্তাব: Would you like to go to dinner with me? (তুমি কি আমার সাথে রাতে খেতে যাবে?)
  • অনুরোধ: Would you mind helping me with this? (তুমি কি আমার সাথে এটা করতে কিছু মনে করবে না?)
  • ভবিষ্যতের ঘটনার সম্ভাবনা: I would be happy to help you. (আমি তোমাকে সাহায্য করতে পেরে খুশি হব।)

N.B. যদি কোন সম্ভাবনা, কল্পনা, অনিশ্চয়তা বোঝায় তখন অবশ্যই would ও কাউকে উপদেশ বা পরামর্শ দিলে তখন অবশ্যই Should ব্যবহার করতে হবে৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url